কুতুবদিয়া উপজেলার লেমশীখালী রহমানিয়া আনোয়ারুল উলুম মাদরাসার ছাত্র মোঃ আবদুল হালিম (১২) দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে।
গত ২ আগষ্ট সকালে মাদ্রাসার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজ মোঃ আবদুল হালিম কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজারিয়া পাড়ার মোঃ সেলিমের ছেলে।
এবিষয়ে গত ১৩ আগষ্ট কুতুবদিয়া থানায় সাধারন ডায়েরি(জিডি)করেছেন মোঃ আবদুল হালিমের পিতা মোঃ সেলিম।
সাধারণ ডায়েরি নাম্বার-৫২৩।
কেউ আবদুল হালিমের খোঁজ পেলে ০১৮৫৮১৮২৩৩৫,০১৬০৮০১২৬০৭ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মোঃ আবদুল হালিমের পিতা মোঃ সেলিম।