আজ শুক্রবার (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী মাবুসহ কাউন্সিলরবৃন্দ। এদিন বর্তমান মেয়র মুজিবুর রহমান নতুন মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। বিকেল ৩টায় পৌরসভার সম্মেলন কক্ষে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণীপেশার দায়িত্বশীল ব্যক্তিবগ উপস্থিত থাকার কথা রয়েছে।
পৌর মেয়র মুজিবুর রহমানের স্বাক্ষরিত পত্রে জানা গেছে, নতুন পৌর পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সফল করতে পৌরসভার পক্ষ থেকে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জুন বহু প্রত্যাশিত কক্সবাজার পৌর নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রাথী মাহাবুবুর রহমান চৌধুরী মাবু ২৮ হাজার ৪১৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। এরপর গত ৫ জুলাই মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন।
পরবর্তীতে ২৩ জুলাই দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। এদিন মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীসহ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
শপথ গ্রহণ শেষে কক্সবাজার পৌরসভাকে সাজাতে নব উদ্যমে সাজানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন মাহবুবুর রহমান চৌধুরী।
সেময় তিনি প্রতিটি ওয়ার্ডে সমস্যা চিহ্নিত করে উন্নয়ন তরান্বিত করা জন্য কাউন্সিলরদের সমন্বয়ে কমিটি গঠনেরও ঘোষণা দেন। তিনি এও বলেন, ‘নাগরিকরা সেবা বঞ্চিত হলে কারও গাফেলতি মেনে নেয়া হবে না।’
গেজেট অনুযায়ী নতুন পৌর পরিষদ :
মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী (বাংলাদেশ আওয়ামী লীগ), সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর শাহেনা আকতার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ইয়াছমিন আকতার, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর জাহেদা আক্তার, সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর নাছিমা আকতার। সাধারণ ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, সাধারণ ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, সাধারণ ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম, সাধারণ ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহেছান উল্লাহ, সাধারণ ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন, সাধারণ ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক, সাধারণ ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু, সাধারণ ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজ বিহারী দাশ, সাধারণ ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, সাধারণ ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন, সাধারণ ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ ও সাধারণ ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমএ মনজুর।