প্রথম বাংলাদেশি হিসেবে আর্জেন্টাইন ক্লাবে জামাল

images 6 19
print news

কাতার বিশ্বকাপের সময়ে আর্জেন্টিনা ফুটবল দলের কাছে বাংলাদেশ যেন হয়ে ওঠে অতিপরিচিত নাম। এদেশের দর্শকপ্রিয়তা সেদেশে ছড়ায় মুগ্ধতা, বাড়ে সম্পর্ক। শুধু মেসি-মার্টিনেজদের কাছে নয়, গোটা আর্জেন্টিনার কাছে বাংলাদেশ এখন ভালোবাসার এক নাম। লালসবুজের প্রতি লাতিন দেশটির এই ভালোবাসার সেতুবন্ধনে যুক্ত হলেন বাংলাদেশি ফুটবলার জামাল ভূঁইয়া। আর্জেন্টাইন ‘সোল দে মায়ো’র জার্সিতে খেলবেন তিনি। প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে দেশটির ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই অধিনায়ক।

আজ শুক্রবার (১৮ আগস্ট) আর্জেন্টনার তৃতীয় বিভাগের দল ‘সোল দে মায়ো’র সঙ্গে চুক্তি স্বাক্ষর উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। যেখানে স্থানীয় সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল। জামালকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন ক্লাবের প্রেসিডেন্ট। তাকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্লাব প্রেসিডেন্ট।

সোল দে মায়োর প্রেসিডেন্ট বলেন, ‘অনেক ধন্যবাদ জামাল ভূঁইয়াকে। আমরা ভাবতে পারিনি, জামালকে পাব। তাকে আমরা সবাই খুব পছন্দ করি। আমাদের দলে তাকে পেয়ে আমরা বেশ খুশি। আশা করি, তার হাত ধরে আমরা ওপরের দিকে উঠতে পারব। আমরা আস্থা রাখছি, তার পারফরম্যান্স দিয়ে পরের মৌসুমে আমাদের এক ধাপ ওপরে তুলবে সে। তাকে বলব, আর্জেন্টিনা নয়, এটাকে যেন সে নিজের দেশের মতোই অনুভব করে।’

ক্লাব সোল দে মায়োতে যোগ দেওয়া প্রসঙ্গে জামাল বলেন, ‘এখানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। তারা আমাকে দারুণভাবে গ্রহণ করেছে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারব ভেবে গর্ব হচ্ছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে ক্লাবের জন্য খেলব। আমি যদি এখানে ভালো করি, আরও বাংলাদেশি ফুটবলার আসতে পারবে। আমার হাত ধরে যেন আরও অনেকে এখানে খেলতে আসতে পারে।’

এর আগে আজ সকালে নিজের নতুন ক্লাবে সফলভাবে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছিলেন জামাল। তবে চুক্তির বিষয়ে বিস্তারিত এখনও জানানো হয়নি ক্লাব কিংবা জামাল ভূঁইয়ার পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *