রামুতে প্রকাশ্যে চাঁদাবাজির দায়ে যুবকের জেল

chada 20230822130525
print news

কক্সবাজারের রামুতে প্রকাশ্যে চাঁদা আদায়ের সময় মোরশেদুল হক প্রকাশ (গেঞ্জু) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকেলে চেরাংঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একমাসের কারাদণ্ড দেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা স্বর্ণা।

মোরশেদুল হক প্রকাশ (গেঞ্জু) ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, কিছু ব্যবসায়ী গর্জনিয়া বাজার থেকে গরু কিনে আসার পথে তাদের গাড়ি থামিয়ে কিছু অসাধু চক্র চাঁদা আদায় করতো। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মোরশেদুল হক প্রকাশ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এরপরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তার নামে রামু থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও মোরশেদুল হক প্রকাশের বিরুদ্ধে রামু থানাসহ ও কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। এ সমস্যা নিরসনে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মোরশেদুল হক দীর্ঘদিন ধরে রামু চৌমুহনী স্টেশনে প্রকাশ্যে চাঁদাবাজি করত। কারণে-অকারণে সাধারণ মানুষ ও পথচারীদের মারধর করে টাকা, মোবাইল ছিনিয়ে নিত। এই সিন্ডিকেটের সঙ্গে আরও কয়েক যুবক জড়িত তাদেরও আইনের আওতায় আনার দাবি করেন ব্যবসায়ীরা। সূত্র: জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *