রামুতে ১০ হাজার পিচ ইয়াবা সহ আটক ২

PicsArt 09 02 01.03.41
print news

কক্সবাজারের রামুতে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামু থানা পুলিশ। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ।

২ সেপ্টেম্বর (শনিবার) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ঘোনারপাড়া ও নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জাদিমুরা এলাকার মৃত মো: ইলিয়াছের পুত্র মো: ইউনুছ (১৯), অপরজন একই উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নজরুল পাড়া এলাকার কাদের হোসেনের ছেলে সৈয়দ আলম (২৬)।

রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দশ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি গাড়ী জব্দ হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এ অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *