প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যায় ব্যবসায়ী হুমায়ুন কবির
‘ব্যবসা পরিচালনায় কুলিং কর্নারে কখনো জুয়াকে আশ্রয়-প্রশ্রয় দেয়নি’

1693864378006
print news

কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণসংযোগ পত্রিকায় প্রকাশিত ‘আলির জাঁহাল হুমায়ুন কুলিং কর্নারে রাতভর জুয়ার আসর’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছ। আমি দীর্ঘ ২ যুগ ধরে কক্সবাজার শহরের আলীর জাঁহাল এলাকায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কুলিং কর্নার ব্যবসা পরিচালনা করে আসছি। আমার দোকানের সেবার মান নিয়ে স্থানীয়রা যেমন সন্তুষ্ট ছিলেন তেমনি পণ্যের মান নিয়ে কোন সময় প্রশাসনের কাছে কোন অভিযোগ ছিল না। ব্যবসা পরিচালনায় আমরা কোন সময় জুয়াকে আশ্রয় প্রশ্রয় দেয় নি। কে বা কাহারা আমার ব্যবসায়ীক সফলতায় ঈর্ষান্বিত হয়ে আমার সুনাম ক্ষুণ্ণ করতে নানান ষড়যন্ত্র করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি এমন বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমি এবং আমার কুলিং কর্নার নিয়ে সংবাদে আনিত এমন মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্ত করুন। অভিযোগ প্রমাণিত হলে আমি বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি মেনে নিব।

প্রতিবাদকারী:

হুমায়ুন কবির

সাহিত্যিকা পল্লী, ০৬ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *