কক্সবাজারের সাবেক ডিসি আলী হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব

ali
print news

কক্সবাজার জেলার সাবেক জেলা প্রশাসক আলী হোসেন পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন। জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাকে পদোন্নতি দেয়ার পর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি এবং প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুস সবুর মণ্ডলকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পদায়ন করা হয়েছিল। এখন সেই পদায়নের আদেশটি প্রশাসনিক কারণে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে।

তবে সবুর মণ্ডলের সচিব পদে পদোন্নতির আদেশ গত ৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থেকে তার বর্তমান দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

২০১৫ সালের ৯ ফ্রেব্রুয়ারী ২১ তম জেলা প্রশাসক মো. আলী হোসেন কক্সবাজারে নিযুক্ত হউন। তার কর্ম জীবনে অত্যান্ত সৎ ও দক্ষতা কাজে লাগিয়ে মানুষকে সেবা দিয়েছেন। তার কথা কক্সবাজারের মানুষ এখনো মনে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *