এপিবিএনের সঙ্গে রোহিঙ্গা ডাকাতদের গোলাগুলি, আটক ১

23623b20c318affb5e86a4d323417273
print news

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনায় রফিক ওরফে আব্বুয়া (১৮) নামের একজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। আটক আব্বুয়া একই ক্যাম্পের বাসিন্দা। তিনি ক্যাম্পে ডাকাত কামাল বাহিনীর সক্রিয় সদস্য।

১৬ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর বলেন, ক্যাম্পে জকিরের ডেইল সংলগ্ন পাহাড়ি এলাকায় ডাকাত কামাল বাহিনী নাশকতা পরিকল্পনা করছে, এমন খবর পেয়ে ওই এলাকায় এপিবিএন অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করে। নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি করলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।

তিনি জানান, তার কাছ থেকে একটি এলজি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রসহ তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *