চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন সাকিব

dhakib batting practice 20231002184030
print news

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। যদিও এখন বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা। বৃষ্টি শুরুর আগে দল যখন ইংল্যান্ড ম্যাচে ব্যস্ত ছিল, তখন স্টেডিয়ামের বাইরের নেটে ব্যাট-প্যাড নিয়ে অনুশীলন করেছেন সাকিব আল হাসান।

নেটে সাকিবের সঙ্গে থ্রোয়ার হিসেবে ছিলেন বাংলাদেশ দলের সহকারী ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্স। থ্রো করা বল বেশ স্বাচ্ছন্দেই খেলছিলেন বাংলাদেশ অধিনায়ক। ধারণা করা হচ্ছে, সাকিব ম্যাচ খেলার জন্য প্রস্তুতই আছেন।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টস করার সময় নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই থাকবেন সাকিব। পায়ের চোট কাটিয়ে শতভাগ ফিট হয়ে উঠেছেন তিনি।

দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও খেলতে পারেননি সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ককে ছাড়াই বড় জয় পেয়েছিল টাইগাররা। যা মূল পর্বে ক্রিকেটারদের আত্মবিশ্বাস যোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *