কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের ১১১ বস্তা চাউল উদ্ধার করেছে র্যাব।
১৬ অক্টোবর রাত ১২:৩০ মিনিটে উখিয়ার চৌধুরীপাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে খাদ্য অধিদপ্তরের ১১১ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৩,৩৩০ কেজি) আতপ চাউল উদ্ধার করে র্যাব-১৫।
উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ও র্যাব-১৫-এর যৌথ আভিযানে হলদিয়া পালং ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১১১ বস্তা চাউল জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত চাউলের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এসি ল্যান্ড মাধ্যমে খাদ্য গুদামে জমা করা হয়েছে।