আজ ২৯ অক্টোবর রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার নয়াপল্টনের মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন।
শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মী আহত করার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়। অন্যদিকে এই মহাসমাবেশে বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
আজকের হরতাল নিয়ে কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, আন্দোলন রাজনৈতিক অধিকার। তবে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না। জান – মাল ক্ষতি হবে এমন কিছু বরদাস্ত করা হবে না। শান্তি শৃংখলা রক্ষায় মাঠে পুলিশের সবোর্চ্চ অবস্থান থাকবে।
কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, জান-মাল ক্ষতি হবে এমন কিছু বরদাস্ত করা হবে না। শান্তি শৃংখলা রক্ষায় মাঠে পুলিশের সবোর্চ্চ অবস্থান থাকবে।