প্রথম দিনেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়লেন যুবক

comilla1 20231201214126
print news

ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস উদ্বোধনের প্রথম দিনেই ট্রেনটিতে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্ল্যাহ বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি মুরাদ উল্ল্যাহ বাহার বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

জানা গেছে, বহুল প্রতীক্ষিত ঢাকা-কক্সবাজার রুটের এই ট্রেনটি পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী শুক্রবার  দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। সূত্র: ঢাকা পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *