কক্সবাজারের সদর উপজেলা থেকে বিপুল হাতবোমা, বিস্ফোরক সদৃশ দ্রব্যসহ ‘আরসা’র তিন সদস্যকে আটক করা হয়েছে। যাদের একজনকে মিয়ানমারের সশস্ত্র এই গোষ্ঠীটির লজিস্টিক কমান্ডার বলছে র্যাব।
রোববার ভোর রাতে উপজেলার কলাতলী আদর্শগ্রাম এলাকায় চার ঘণ্টা ধরে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবু সালাম জানান, গোপন সংবাদ পেয়ে র্যাবের টিম কলাতলী আদর্শগ্রামের এই বাড়িটিতে অভিযান চালায়। অভিযানে আরসার লজিস্টিক কমান্ডার হাফেজ রহমত উল্লাহসহ তিনজন আরসা সন্ত্রাসীকে আটক করে র্যাব। “এ ছাড়া বিপুল হাতবোমা, বিস্ফোরক সদৃশ বস্তু, সামরিক বাহিনীর ন্যায় পোশাক, বিভিন্ন রকম বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ শীতের কাপড় চোপড় উদ্ধার করা হয়। ”