ঢাকা-কক্সবাজার রুটে ‘পর্যটক এক্সপ্রেস’র টিকিট বিক্রি শুরু

IMG 20240103 174827
print news

ঢাকা-কক্সবাজার রুটের নতুন ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’র টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে ট্রেনটি চলাচল শুরু করবে। বুধবার সকাল ৮টা থেকে এর আগাম টিকিট বিক্রি শুরু হয়। নতুন এই আন্তঃনগর ট্রেনের আগামী ১০, ১১, ১২ ও ১৩ জানুয়ারির টিকিট অনলাইন ও কাউন্টারে পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম রব্বানী বলেন, ‘আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ১০ দিন আগে থেকে আগাম টিকিট দেয়। সে হিসেবে ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত চার দিনের টিকিট আজ ছাড়া হয়েছে। এখন থেকে ১০ দিনের হিসেবে অনলাইন ও কাউন্টারে নিয়মিত টিকিট পাওয়া যাচ্ছে।’

তিনি আরও জানান, ভবিষ্যতে এ রুটে আরও কয়েকটা ট্রেন যুক্ত হবে।

কক্সবাজার থেকে এ ট্রেনটি রাত ৮টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে। চট্টগ্রামে ২৫ মিনিট বিরতি দিয়ে রাত সোয়া ১১টায় ছেড়ে বিরতিহীনভাবে রাত ৩টা ৫০ মিনিটে পৌঁছাবে ঢাকা বিমানবন্দর স্টেশনে। সেখানে ৩ মিনিট বিরতি দিয়ে রাত ৩টা ৫৩ মিনিটে ছেড়ে রাত সাড়ে ৪টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।

অন্যদিকে, ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভোর সোয়া ৬টায় ছেড়ে বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে ভোর ৬টা ৩৮ মিনিটে। সেখানে ৫ মিনিট বিরতি দিয়ে ভোর ৬টা ৪৩ মিনিটে ছেড়ে সকাল ১১টা ২০মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে বিকাল ৩টায়।

গত ২ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে নতুন এই ট্রেনের নাম ও আসন বিন্যাস সম্পর্কে বিস্তারিত জানা যায়। সেখানে জানানো হয়, পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণে কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে চলাচলের জন্য সদ্য আমদানি করা নতুন কোরিয়ান কোচ দিয়ে একজোড়া ননস্টপ আন্তঃনগর (পর্যটক এক্সপ্রেস) ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই ট্রেনে কোচ থাকবে ১৬টি, মোট আসন সংখ্যা ৭৮৫টি। সাপ্তাহিক বন্ধ থাকবে রোববার।

রেলওয়ে সূত্র জানায়, নতুন ট্রেনের ভাড়া নির্ধারিত হয়েছে আগের ট্রেনের সমান। কক্সবাজার থেকে ঢাকার দূরত্ব ৩৪৬ কিলোমিটার। এই রুটে আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ধরা হয়েছে ৫০০ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ারের ভাড়া ৯৬১ টাকা, এসি সিটের ভাড়া ১ হাজার ১৫০ টাকা এবং ঘুমিয়ে যাওয়ার জন্য প্রত্যেক যাত্রীকে ভাড়া দিতে হয় ১ হাজার ৭২৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *