সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে মশাল মিছিল করেছে কক্সবাজার জেলা ছাত্রদল।
শুক্রবার ০৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কক্সবাজার জেলা ছাত্রদলের মশাল মিছিলটি শহরের বার্মিজ মার্কেট প্রদক্ষিণ করে তারাবনিয়ারছড়া এলাকায় এসে শেষ হয়।
এসময় উপস্থিত বিক্ষুব্ধ ছাত্রনেতারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনের নানান স্লোগান দেন। গেলো কয়েকদিন ধরে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারদাদেশে নির্বাচন বয়কটের লিফলেট বিতরণ করা হয়। বিএনপির একদফা এক দাবী আন্দোলনের অংশ হিসেবে আগামী ০৬ ও ০৭ জানুয়ারি হরতালের ঘোষণা দেয় দলটি। এর আগে গেলো বছরের ২৮ ডিসেম্বর সরকার পতনের মহাসমাবেশ থেকে হরতাল ও অবরোধের ডাক দেয় বিএনপি।
মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, শহর ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।