ক্রোম ব্রাউজারে ত্রুটি, সাইবার হামলার আশঙ্কায় ব্যবহারকারীরা

download 31
print news

ক্রোম ব্রাউজারের একাধিক সংস্করণে দুটি ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। ‘সিভিই-২০২৪-১২৮৩’ ও ‘সিভিই-২০২৪-১২৮৪’ নামের নিরাপত্তাত্রুটিগুলো কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের যন্ত্রে নতুন কোড যুক্ত করে সাইবার হামলা চালাতে পারে। ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা।

ক্রোম ব্রাউজারে নিরাপত্তাত্রুটিগুলোর সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সংস্থাটির তথ্যমতে, ভয়ংকর নিরাপত্তাত্রুটিগুলো কাজে লাগিয়ে দূর থেকে ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর কোড প্রবেশ করিয়ে ‘ডিনায়েল অব সার্ভিস’ ঘরানার সাইবার হামলা চালানো যায়। শুধু তা-ই নয়, চাইলে কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্যও চুরি করা সম্ভব।

উইন্ডোজের জন্য তৈরি ক্রোম ব্রাউজারের ‘১২২.০.৬১৬৭.১৬০/১৬১’ এবং ম্যাক ও লিনাক্সের জন্য তৈরি ‘১২২.০.৬১৬৭.১৬০’ সংস্করণের আগের সব সংস্করণে এসব ত্রুটির সন্ধান পাওয়া গেছে। তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে।
সূত্র: নিউজ ১৮ ডট কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *