সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নিহাদকে নাজেহাল, সিবিটুয়েন্টিফোর নিউজের নিন্দা

421515982 3535238383397704 456283336116143971 n
print news

কক্সবাজারের উদয়মান সাংবাদিক ও চ্যানেল টুয়েন্টিফোরের কক্সবাজার প্রতিনিধি আজিম নিহাদকে নাজেহাল ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।
শহরের কলাতলীর লংবীচ নামে একটি হোটেলের অগ্নিনির্বাপক ব্যবস্থার তথ্য চাইতে গেলে চরম সাংবাদিক আজিম নিহাদকে চরম নাজেহাল করেন হোটেলটির কর্মকর্তা সরওয়ার। ওই সময় ক্যামেরাপার্সন খোকাকে লাঞ্ছিত করেন সরওয়ার নামে এই কর্মকর্তা। এঘটনায় কক্সবাজারের মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল সিবিটুয়েন্টিফোর নিউজ এর পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে প্রধান নির্বাহী মহিউদ্দিন মাহী বলেন, ‘সাংবাদিকরা তথ্য সংগ্র করতে গিয়ে যখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যায় তখনই প্রতিষ্ঠানের কর্মকর্তা অথবা মালিকরা তেলে বেগুনে জ্বলে উঠে। নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে দায়িত্বরত সাংবাদিকদের নাজেহাল করে। সাংবাদিক আজিম নিহাদের ঘটনা এমনই।
সাংবাদিক লাঞ্ছলানা করার ঘটনায় জড়িত কর্মকর্তা সরওয়ারের কঠোর শাস্তি না হলে কক্সবাজারের সাংবাদিক সমাজ আন্দোলনে যেতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *