পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

foridpur 20240305104721
print news

ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার বিল্লাহুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলার চর গ্রামের মুহাম্মাদ শেখের ছেলে ইমরান শেখ (২৯) ও জিয়াউর রহমান শেখের ছেলে নাইম শেখ (২৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে মোটরসাইকেলযোগে ইমরান শেখ ও নাইম শেখ ঢাকায় যাচ্ছিলেন। পথে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার রুপাপাত ইউনিয়নের বিল্লাহুড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *