পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষীর মৃত্যু

FB IMG 1714649470472
print news

এম.শিবলী সাদেক পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষীর মৃত্যু হয়েছে। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হওয়ায় ওই দুই চাষী লবণ মাঠের পলিথিন তুলতে গেলে বজ্রপাতে আক্রান্ত হন।

বৃহস্পতিবার (২ মে) রাত সাড়ে ৩ টায় উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩০) ও রাজাখালী ইউনিয়নের চরিপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মোঃ আরফাত (১২)। আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, নিহতদের সরকারী সহায়তা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *