কুতুবদিয়ায় খাবার প্যাকেট বিতরণ নিয়ে সংঘর্ষ, নিহত-১

coxsbazar 20240523193003
print news

কক্সবাজারের কুতুবদিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ফরহাদুল ইসলাম আরজু (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টার দিকে কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ফরহাদুল ইসলাম আরজু কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুলপাড়া এলাকার মোহাম্মদ আরাফাতের ছেলে।

আহতরা হলেন আলী আকবর ডেইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের মৃত নজরুল ইসলামের ছেলে শেফায়েত (৪০), গোলাম কুদ্দুসের ছেলে তাহশিপ (১৮), আনিচুর রহমানের ছেলে নিশাত (১৭), মোস্তাক আহমেদের ছেলে ফোরকাল আলি (১৮) ও মো. টিপুর ছেলে রিয়াদ (১৯)

 

স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নে ঘাটকুলপাড়া গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এক্সিলারেটিং প্রোটেকশান ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের আওতায়  শিশুশ্রম রোধে আলোচনা সভায় ভাতের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে কথা কাটাকাটি। পরে স্থানীয় ইউপি সদস্য মোশাররফের নেতৃত্বে হামলা চালানো নয়। পরে দুই পক্ষের সংঘর্ষে ফরহাদুল ইসলাম আরজু নামে এক যুবক ঘটনাস্থলে মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনজনের অবস্থা অশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

 

এ বিষয়ে কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুলপাড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিশুশ্রম রোদে কমিউনিটি পর্যায়ে আলোচনা সভায় ভাতের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে একপর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *