চিরনিদ্রায় শায়িত পেকুয়ার ওয়াসিম

janaza
print news

কক্সবাজারের পেকুয়ায় কোটা সংস্কার আন্দোলনে নিহত ওয়াসিম আকরাম (২২) দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাগগুজারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষের ঢল নামে। জানাজায় ইমামতি করেন ওয়াসিম আকরামের চাচা মাওলানা জয়নাল। পরে মুরার পাড়া পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ওয়াসিম আকরাম।
এর আগে বুধবার ভোর রাত ৩টার দিকে ওয়াসিম আকরামের মরদেহ তার গ্রামে এসে পৌঁছালে এলাকার শত শত মানুষ ওয়াসিমের লাশ দেখার জন্য বাড়িতে ভিড় জমান। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে যায় এলাকার পরিবেশ।
খোঁজ নিয়ে জানা যায়, প্রবাসী শফিউল আলমের পাঁচ সন্তানের মধ্যে ওয়াসিম ছিলেন দ্বিতীয়। তাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল দরিদ্র মা-বাবার। তাকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির।
জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে দেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *