বিধবা নূর নাহারের জমি দখল করছে কারা?

ma
print news

 

কক্সবাজার শহরের কলাতলীর নুর নাহার বেগম নামে এক বিধবার জমি দখলের অভিযোগ উঠেছে। এ কাজে রাজনৈতিক তিন নেতা জড়িত বলে অভিযোগ উঠেছে।এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি জিডি করেছেন বলে জানান ভুক্তভোগী ওই নারী। মঙ্গলবার (১০সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে এসে প্রশাসনের সহোযোগিতা চেয়ে সংবাদ সম্মেলনে করেন ভুক্তভোগী বিধবা নারী।

তিনি বলেন, তার ঘরের পিছনে পাশে ২০ শতাংশ সবজির জমি যুবদল নেতা সানাউল্লাহ, পারভেজ ও সোনামিয়া গিয়ে হঠাৎ টিন দিয়ে ঘর তৈরি করেন।এসময় আমি বাঁধা দিলে মারধর করেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন, এই জমি আমি ৪০ বছর ধরে দখলে আছেন এবং দলিলও তাঁর নামে। পুলিশের সামনে তাদের কাগজ দেখাতে বললেও তারা কাগজ দেখাতে ব্যার্থ হয়। তারা পুলিকেও মানছে না। বিচারে বসবে বলে উল্টো আমাকে হয়রানি করছে।

এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মশিউর বলেন, এক নারীর জমি দখলের একটি জিডি পেয়েছি। প্রতিক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি। কিন্তু তারা আসে না। এদিকে অভিযুক্ত যুবদল নেতা পারভেজ বলেন, আমি বিধবা নারীর জমি দখলের বিষয়টি শুনে আমরা সমাধান করতে গিয়েছিলাম ঘটনাস্থলে। বৃদ্ধ মহিলা আমাদের ডেকেছেন। যুবদলের নাম ভেঙ্গে অপরাজনীতির সাথে কেউ জড়িত নয় বলে দাবী করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *