পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় পেকুয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দূর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রম ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন।
পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা সিপিপি টিম লিডার আবুল কাশেম সিকদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পেকুয়া ইনচার্জ, পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইন,সিপিপি ইউনিট টিম লিডার এফ এম সুমন, যুব রেডক্রিসেন্ট প্রতিনিধি,এনজিও প্রতিনিধি।
বক্তারা বলেন, প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। দূর্যোগ পূর্ববর্তি ও পরবর্তি
সময়ে কার্যক্রমে সকলকে এগিয়ে আসতে জনসচেতনতা তৈরী করতে হবে।
বক্তারা আরও বলেন, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া থেকে শিক্ষা নিয়ে দুর্যোগকালীন সময়ে কাজে লাগাতে হবে। তাহলেই আমরা বিগত সময়ের মত সম্ভাব্য এ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হবো। সেজন্য অবশ্যই সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
এসময় পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারী,পেকুয়া সদর ইউনিয়নয় ডেপুটি টিম লিডার সি আর এম হাসমত আলীসহ সিপিপি সদস্য,যুব রেড়ক্রিসেন্ট সদস্যসহ আরও অনেকই উপস্থিত ছিলেন।