সমুদ্রের পানিতে জিটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু

print news

বিশেষ প্রতিবেদক 

কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তাল ঢেউয়ের পানিতে জেটস্কি থেকে ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে সৈকতের লাবণী পয়েন্টের সাগরে এমন ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম মোহাম্মদ আল মামুন হাওলাদার তিনি বরিশাল জেলার উজিরপুর নুরে আলম হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার ম্যাজিষ্ট্রেট মো. তানভির হোসেন।
তিনি বলেন, জেটস্কি থেকে পড়ে যাওয়া পর্যটককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। ঘটনার পর থেকে জিটস্কি চালক পালাতক রয়েছে।
লাইফ গার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত বলেন, ভ্রমনে আসা এই পর্যটক সৈকতে জেটস্কি যোগে ঘুরতে নামেন। এক পর্যায়ে জেডস্কি থেকে পানি পড়ে যান। এ সময় জেটস্কির চালক নানাভাবে পর্যটককে উদ্ধারের চেষ্টা করলে ঢেউর কারণে ব্যর্থ হন। পরে বিষয়টি লাইফ গার্ড কর্মীরা দেখলে দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। ওখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম জানান, জেটস্কি থেকে পানিতে পর্যটক মারা যাবার কথা সত্য। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *