শুনানি চলাকালে আমুর আইনজীবীর ওপর হামলা

462554452 869469632008154 7973287920868109950 n 256d5fd153690f49aaf8eb033154552b
print news

রাজধানীর নিউমার্কেট থানার এক হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর রিমান্ড শুনানি চলছিল আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর)। এসময় বিএনপিপন্থি আইনজীবীদের হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে এ ঘটনা ঘটে।
শুনানিতে রিমান্ডের পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বক্তব্য দেন। তার বক্তব্যটি রাজনৈতিক বলে মন্তব্য করেন আসামি আমুর আইনজীবী। সঙ্গে সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীরা উত্তেজিত হয়ে যান। কয়েকজন মিলে স্বপন রায়ের কলার ধরে টানাটানি করে এজলাস কক্ষের দরজার সামনে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর এজলাসের ভেতরেই তাকে এলোপাতাড়ি লাথি মারেন। পরবর্তীতে কয়েকজন আইনজীবী তাকে তুলে আদালত থেকে বের করে দেন।
এ সময় কোর্ট নিষ্ক্রিয় ভূমিকা রাখেন দাবি করে স্বপন রায় বলেন, আদালতে বিচারক উপস্থিত থাকতে ১০ থেকে ২০ জন আইনজীবী আমার ওপরে হামলা করেছে। আদালতে পিপি সাহেব রাজনৈতিক কথা বলেছেন। সেজন্য আমি বলেছি, আপনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এরপর সরকার পক্ষের আইনজীবীরা আমার ওপর হামলা চালায়। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, লাথি মারে। আমাকে পিটাইতে পিটাইতে শোয়াইয়া ফেলে। আমি কোনও নিরাপত্তা পাইনি। কোর্ট নিরব ছিল। বাংলাদেশ একটা নিরাপত্তাহীন অবস্থায় আছে।
এ ব্যাপারে পিপি ওমর ফারুক ফারুকী বলেন, আদালতে আওয়ামী লীগের দুটি গ্রুপ শুনানি করতে দাঁড়ায়। তাদের পরস্পরের মধ্য কে বক্তব্য রাখবে এ নিয়ে দ্বন্দ্বের কারণে আদালতে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *