বিশ্ব স্কাউট সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন টেকনাফের জয়নাল

Screenshot 6
print news

 

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের কৃতী সন্তান জয়নাল আবেদীন নেপালে অনুষ্ঠিতব্য “সেমিনার অন দ্যা ফিউচার অব এডুকেশন ইন স্কাউটিং” ওয়ার্কশপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। জয়নাল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

শিক্ষাজীবনে অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছেন জয়নাল। শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসা থেকে এ প্লাস পেয়ে দাখিল এবং চট্টগ্রাম কলেজ থেকে গোল্ডেন এ প্লাসসহ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এছাড়া চট্টগ্রাম কলেজের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় তিনি “প্রিন্সিপাল’স অনার অ্যাওয়ার্ড” লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে জয়নাল ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং বর্তমানে রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের বন্যা মোকাবিলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ২০২৩ সালের বঙ্গবাজার অগ্নিনির্বাপণসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেছেন। সম্প্রতি উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট)-এর ১৪তম সাধারণ নির্বাচনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

১৩-১৭ নভেম্বর নেপালের লালিতপুরে এশিয়া প্যাসিফিক রিজিওন (এপিআর) এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব স্কাউট মুভমেন্ট (ওজম)-এর উদ্যোগে পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক ওয়ার্কশপে বাংলাদেশ স্কাউটের আটজন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জয়নাল বলেন, “দেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করতে সবসময় চেষ্টা চালিয়ে যাবো। দেশের সেবায় নিজেকে নিবেদন করতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *