কক্সবাজারে পর্যটকদের টার্গেটকারী ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

WhatsApp Image 2024 11 14 at 14.34.36 e7e9a950
print news

 

কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় পর্যটকদের টার্গেট করে ছিনতাই কার্যক্রম চালানোর অভিযোগে ৪ সদস্যের একটি ছিনতাইকারী চক্রকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫। বুধবার গভীর রাতে সদর থানার ঝাউবন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের সূত্র জানায়, পর্যটন মৌসুমে কক্সবাজারে আগত পর্যটকদের ছিনতাই ও জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ পেয়ে একটি গোয়েন্দা দল তদন্ত শুরু করে। তদন্তে সুগন্ধা পয়েন্টে একটি চক্রের সক্রিয়তার প্রমাণ মেলে। এরই ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে ঝাউবন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের সহযোগীরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ ওমর ফারুক (১৯), মোঃ আবুল হোসাইন (১৯), মোঃ মোবারক উল্ল্যা (২৪) এবং মোঃ শাহজাহান (২২)। তাদের কাছ থেকে ৪টি ছুরি, ২টি স্মার্টফোন, একটি বাটন ফোন, একটি হাতঘড়ি এবং নগদ ৩,১৬৫ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে, চলমান পর্যটন মৌসুমে তারা সুযোগ বুঝে পর্যটকদের মোবাইল ফোন, নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাই করতো। এছাড়া কখনও কখনও পর্যটকদের জিম্মি করে মুক্তিপণ আদায়ও করত বলে তারা স্বীকার করেছে।

র‌্যাব-১৫ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *