কাকরাইল মসজিদে প্রবেশ করলেন সাদপন্থীরা

1731650573 e94a7a8260364ff5495ca5d92ac4df61
print news

তাবলিগ-জামাতের বাংলাদেশের মারকাজ কাকরাইল মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নিয়েছেন দিল্লির নিজামুদ্দীনের মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার সকাল ৮টার পর সাদপন্থীদের একটি বিশাল দল মসজিদে প্রবেশ করেন।
এর আগে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার পূর্ব ঘোষণা দিয়েছিলেন সাদপন্থীরা। এর জেরে সকাল থেকে কাকরাইলে নিরাপত্তা জোরদার করা হয়।
আজ সকালে মসজিদে অবস্থান নেয়ার উদ্দেশে হাজার হাজার সাদপন্থীরা নগরীতে প্রবেশ করেন। এদিন সকালে রাজধানী ও এর আশপাশ থেকে কাকরাইলের মসজিদের দিকে যাত্রা শুরু করেন তারা।
সকাল সাড়ে ৮টার দিকে আগারগাঁও থেকে ফার্মগেট ও কাওরান বাজার হয়ে হাজার হাজার সাদপন্থীকে কাকরাইল মসজিদের দিকে যেতে দেখা যায়। এ সময় তারা সারিবদ্ধ হয়ে হেঁটে মসজিদের দিকে যেতে থাকেন।
জানা গেছে, আজ সকালে কাকরাইল মসজিদ ছাড়ার কথা থাকলেও গতকাল রাতেই মসজিদ ছেড়ে গেছেন তাবলিগের শূরায়ে নিজামপন্থিদের (মাওলানা জুবায়েরপন্থি) অধিকাংশ। সকালে অল্প কিছু লোক মসজিদে অবস্থান করেছেন। তারা প্রশাসনকে মসজিদ বুঝিয়ে দিয়েছেন। রমনা থানার ডিসি মাসুদ আলমের কাছ থেকে মসজিদের সবকিছু ঠিকঠাক বুঝে নিয়ে মসজিদে প্রবেশ করেছেন মাওলানা সাদের অনুসারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *