‘ডিভোর্স’ প্রসঙ্গে যা বললেন মৌসুমী

1732004070 c90d14c7f7f8c6ad101966869ab8b4ae
print news

লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন মৌসুমী হামিদ। টানা কাজ করছেন বিভিন্ন নাটক সিনেমায়। এবছরের শুরুতে বিয়ে করেছেন এই অভিনেত্রী। হয়েছেন সংসারি।জানা গেছে সংসার ভালোই চলছে বলে জানিয়েছেন নানা সাক্ষাৎকারে। কিন্তু তার মুখে ডিভোর্স নিয়ে আলাপ! বিষয়টা খানিকটা বিস্ময়কর বটে।
পুরো ঘটনা জানার আগে বলে নেয়া দরকার, চলতি বছরের ১২ জানুয়ারি ভালোবেসে লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানাকে বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এখন কি ভাঙতে বসেছে তার সংসারও? জানা গেছে, মৌসুমীর নিজের নয়, তারকাদের সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন তিনি।
একের পর এক তারকাদের যখন বিচ্ছেদ হচ্ছে ঠিক সেসময় গণমাধ্যমে মৌসুমী বলেন, ‘আমার সংসার খুব ভালো যাচ্ছে। আমরা ভাবি সংসার অনেক কঠিন কিন্তু মোটেও তেমনটা না। ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়া থাকে, তাহলে সংসার পানির মতো সহজ।’
তারকাদের ডিভোর্স নিয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিটি মানুষ আলাদা।
কারও ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিত না। শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না। আমার মনে হয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।’
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমী অভিনীত ‘নয়া মানুষ’ সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *