পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ২০ টাকা

Screenshot 3
print news

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত তিন দিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। এ ছাড়া আলু, বেগুন, ফুলকপি, মুলা, শিম, পটোল, ঢ্যাঁড়শের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। হঠাৎ দাম বাড়ায় হতাশ প্রকাশ করছেন ক্রেতারা।
সোমবার (১১ নভেম্বর) উপজেলার কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে দেখা গেছে এসব চিত্র।
বাজারগুলোয় দেখা যায়, তিন দিন আগেও স্থানীয় বাজারগুলোয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০০ টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এ ছাড়া শিম ৭০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়, আলু ৬৫ থেকে বেড়ে ৮০, ফুলকপি ৫০ টাকা থেকে বেড়ে ৮০, মুলা ৪০ টাকা থেকে বেড়ে ৬০, ঢ্যাঁড়স ৭০ টাকা থেকে বেড়ে ১০০, পটোল ৬০ টাকা থেকে বেড়ে ৮০, লাউ প্রতি পিচ ৩০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা।
বাজারে পেঁয়াজ কিনতে আসা মাসুদ নামে একজন বলেন, তিন দিন আগে আমি বাজারে পেঁয়াজ কেজি ১০০ টাকায় কিনেছিলাম। আজ সেই পেঁয়াজ ১২০ টাকা দরে কিনলাম। তাহলে যারা শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খায়, তারা কীভাবে চলবে?
বাজারে সবজি কিনতে আসা রফিকুল বলেন, গত কয়েক সপ্তাহ ধরে সবজি বাজারে দাম কম ছিল কিন্তু এখন হঠাৎ সবজির দাম বেড়ে গেল। এখন আমরা পড়েছি বিপাকে। ৬৫ টাকার আলু কিনলাম ৮০ টাকা কেজি, শিম ১০০ টাকা, পটোল ৮০ টাকা। এভাবে প্রতিটি সবজির দাম বেড়ে গেলে মানুষ চলবে কীভাবে।
হাটের খুচরা বিক্রেতা জুয়েল বলেন, গত দুই-তিন দিন ধরে পেঁয়াজ ও আলু বেশি দামে কিনতে হচ্ছে তাই, বেশি দামে বিক্রি করছি। এতে লাভবান হন বড় ব্যবসায়ীরা। আমাদের করার কিছুই নেই। তবে কয়েক দিনের মধ্যে কমতে পারে।
স্থানীয়ভাবে এলাকায় চাষাবাদ হওয়া সবজি বর্তমানে দেশের অভ্যন্তরে চলে যাচ্ছে। তাই হাটবাজারে সবজির জোগানের চেয়ে চাহিদা বেশি হওয়ার কারণে বাজারে সবজির দাম বেশি বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *