টেকনাফে এপিবিএন ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, আহত ১৪

469928633 1095061019296282 5960055704935053945 n
print news
কক্সবাজারের টেকনাফে ক্রিকেট খেলার বল আনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত ১৬ এপিবিএনের সদস্যদের সঙ্গে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় নারী-পুরুষ ও পুলিশসহ ১৪ জন আহত হয়েছেন। সোমবার বিকাল ৫টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাংয়ের রইক্ষ্যং এলাকায় এ ঘটনা ঘটে।
আহত স্থানীয়রা হলেন— টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যংয়ের আবুল কাসেম, আবুল হোসেন, মো. শরিফ, রোকেয়া বানু, আছিয়া খাতুন, ছেনুয়ারা বেগম, মাইন উদ্দিন, মো বেলাল উদ্দিন, জয়নাল আবেদিন, দেলোয়ারা বেগম, রিনা আক্তার।
আহত স্থানীয় তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে।
আহত এপিবিএন সদস্যরা হলেন— কনস্টেবল
মো. দেলোয়ার, রনি ও রবিউল হাসান।
বিষয়টি নিশ্চিত করেছেন ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত এএসআই নুরুন্নবী।
জানা গেছে, উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের ২০-২২ জন সদস্য ক্যাম্পের কাঁটাতারের বাইরে রইক্ষ্যং এলাকার পাশের জমিতে ক্রিকেট খেলছিল। এ সময় তাদের বলটি গ্রামের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানির পাম্প ও ক্ষেতের মধ্যে উড়িয়ে গিয়ে পড়ে। পরে এপিবিএনের সদস্যরা একজন রোহিঙ্গাকে কাঁটাতারের উপর দিয়ে ভেতরে প্রবেশ করিয়ে বলটি আনার জন্য পাঠালে, স্থানীয় বেলাল উদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে বেলালকে মারধর করে টেনেহেঁচড়ে এপিবিএন সদস্যরা ক্যাম্পের ভেতরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বাধা দেয়। এসময় এপিবিএনের ২০-৩০ জন সদস্য ক্রিকেট ব্যাট ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে হামলা চালায়। এতে স্থানীয় নারী-পুরুষ ও পুলিশসহ ১৪ জনকে আহত হন।
এ ঘটনায় ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, আজ বিকালে রইক্ষ্যং ক্রিকেট খেলার মাঠে স্থানীয় লোকজনদের সাথে এপিবিএন পুলিশের কয়েকজন সদস্যদের মধ্যে একটু ঝামেলা হয়। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *