মইজ্জ্যারটেক চেকপোস্টে ধরা পড়লো ৮ কোটি টাকার স্বর্ণ, আটক ৪

Gold chattogram
print news

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেসপোস্টের অভিযানে সাড়ে ৯ কেজি ৬২৩ গ্রাম ওজনের সোনার বার ও পাত জব্দসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ। এদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। সাথে ছিল দুই শিশুও।

আটক ব্যক্তিরা হলেন—বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের (০৮ নং ওয়ার্ড) অনন্ত মহাজনের বাড়ির অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), তাঁর স্ত্রী জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)। শুক্রবার (১৬ জুন) সকাল ১০ টার সময় কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাসি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চেকপোস্টে ডিউটিরত এসআই মোবারক হোসন নেতৃত্বে আমাদের একটি চৌকস টিম মইজ্জ্যারটেক এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ করেছেন। কক্সবাজার থেকে আসা মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ স্বর্ণ মিলেছে। এ ঘটনায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে।’

এসআই মোবারক হোসেন বলেন, ‘মারছা পরিবহনের বাসটি মইজ্জারটেকের চেক পোস্ট অতিক্রমের সময় তল্লাশি করে পুলিশ। এ সময় বাসের চার যাত্রীর কোমর থেকে সোনার বার ও পাতগুলো জব্দ করা হয়।’

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ শরিফ উজ জামান ও কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন। পুলিশ জানিয়েছেন, আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ কোটি লাখ টাকা। তাদের বিরুদ্ধে সিএমপি কর্ণফুলী থানায় মামলা দায়ের হচ্ছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *