পিএমখালীতে অবৈধ গরু বাজার গুঁড়িয়ে দিলেন ইউএনও

uno
print news

কক্সবাজার সদরের পিএমখালীর দুইটি অনুমোদনহীন পশুর হাট গুঁড়িয়ে দিয়েছন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। কক্সবাজার সদর উপজেলা পিএমখালি ইউনিয়নের ছনখোলা ও মুহসেনিয়া পাড়া এলাকায় অনুমোদনহীনভাবে গরুর বাজার স্থাপন করায় অভিযান পরিচালনা করে অস্থায়ী শেড ভেঙ্গে দেয়া হয়। ওই সময় পিএমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। মূলত সদর উপজেলা থেকে কোন ধরনের অনুমোদন না নিয়ে কুরবানির পশুর হাট বসিয়েছে পিএম খালী ইউনিয়নের ছনখোলা ও মুহসিনিয়া পাড়া এলাকায়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার বরাবর খবর গেলে তাৎক্ষণিক পশুর হাটে এসে অভিযান ছালান ইউএনও মোহাম্মদ জাকারিয়া।এসময় অনুমোদনহীন পশুর হাটগুলো ভেঙে দেওয়া হয়। উক্ত অনুমোদনহীন পশুর হাটগুলো যেমন অবৈধ ও স্থনীয় লোকজনের চলাফেরাই নানাধরণের ব্যাঘাত ঘটছিল।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া বলেন, সদরের বিভিন্ন জায়গায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে গড়ে উঠা কোরবানী পশুর হাট দেখা গেলেই ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *