চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিজ বাড়ি থেকে রাশেদা বেগম (৫০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ জুলাই) রাতে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, চট্টগ্রামে নাইট গার্ডের চাকরি করেন রাশেদার স্বামী নুরুল ইসলাম। তাদের সংসারে দুই মেয়ে রয়েছে। তবে তাদের দুজনের বিয়ে হয়ে গেছে। অন্যদিকে চাকরির সুবাদে বাড়ির বাইরে থাকেন নুরুল ইসলাম। এ কারণে বাড়িতে একাই থাকেন রাশেদা।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, গলায় রশি পেঁচানো অবস্থায় রাশেদার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলাও কাটা ছিল। তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাত থেকে রোববার রাতের কোনো সময়ে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।