কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Picsart 23 08 20 18 29 11 416
print news

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ আগস্ট) সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

সভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, গ্রামীণ জনপদ ও অবকাঠামো, বেড়িবাঁধ পুনঃনির্মাণ, ফসলী জমির উন্নয়ন, নিরাপদ ও সুপেয় পানির ব্যাবস্থাসহ বিভিন্ন বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জেলার সকল উপজেলায় ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানান। এছাড়া পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার উপরও গুরুত্বারোপ করেন তিনি।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো ইয়ামিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো:মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *