ইসরায়েলের আক্রমণে কাঁপছে ফিলিস্তিনের গাজা। ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে বিশ্বজুড়ে মুসলিমরা এককাট্টা হয়েছেন। যখন যেখানেই পারছেন ফিলিস্তিনের মুক্তির দাবি।
খেলাধুলার সঙ্গে রাজনীতির কোনো যোগ না থাকলেও ইদানীং সময়ে বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন খেলার মাঠে জোরদার হয়েছে ফিলিস্তিনের মুক্তির দাবি। তেমনই এক দাবিতে ‘ফ্রি প্যালেস্টাইন’ পতাকা আজ উড়ল বসুন্ধরা কিংস অ্যারেনায়।
কিংস অ্যারেনায় বিশ্বকাপ প্রাকবাছাইয়ের দ্বিতীয় পর্বে মুখোমুখি বাংলাদেশ-মালদ্বীপ। বাছাইপর্বে খেলতে হলে জিততেই হবে বাংলাদেশকে। ফুটবল দলকে সমর্থন দিতে কিংস অ্যারেনায় হাজির সাত হাজারেরও বেশি দর্শক।
এমন কোনো উৎসাহী দর্শকরাই আজ গ্যালারিতে এনেছিলেন ফ্রি প্যালেস্টাইন পতাকা। দুই দলের জাতীয় সংগীতের সময় কিছুক্ষণ দেখাও গেছে এই পতাকা। যদিও ম্যাচ কমিশনারের আপত্তিতে পতাকা নামাতে বাধ্য হয়েছেন সেই দর্শকেরা।