‘সুজন‘ কক্সবাজার জেলা কমিটি গঠিত, সভাপতি অধ্যাপক অজিত সাধারণ সম্পাদক মাহাবুব

received 1109453536700802
print news

সুশাসনের জন্য নাগরিক ‘সুজন‘ কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উখিয়া কলেজের অধ্যক্ষ অজিত দাশ ও সাংবাদিক মাহাবুবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২৮ অক্টোবর সকালে অস্থায়ী কার্যালয়ে এক মত বিনিময় সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠিত। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম ডিরেক্টর নাছিমা আক্তার জলি। এ সময় নেতৃবৃন্ধ বলেন,সুশাসনের জন্য নাগরিক সুজন ২০০২ সাল থেকে প্রিয় বাংলাদেশের নাগরিকদের অধিকার, মর্যাদা এবং নাগরিক ঐক্যের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করে আসছে। এই কাজ করতে গিয়ে রাজনৈতিক দলের মধ্যে ঐক্যতৈরি এবং নাগরিকদের কথা যাতে রাজনৈতিক দলের প্রধানরা শুনে এবং সে অনুযায়ী কাজ করে সে জন্য নাগরিকদের সচেতন করছে। আর প্রতিষ্টালগ্ন থেকে সুজন কক্সবাজার জেলা কমিটি স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ন অবদান রাখছে। পরে সর্বসম্মতিক্রমে গঠিক কক্সবাজার জেলা কমিটি নি¤œরুপ সভাপতি অধ্যাপক অজিত দাশ,সহ সভাপতি হোসাইনুল ইসলাম মাতবর,সহ সভাপতি অধ্যাপক জেবুন্নেছা, সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী,সহ সভাপতি শামীম আকতার,সহ সভাপতি মোহাম্মদ জাবের,সহ সভাপতি মৌলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকি,সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান,সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,প্রদীপ চন্দ্র শীল,অধ্যাপক রোমেনা আকতার,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার,সহ সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন শাহেদ, কোষাধ্যক্ষ ডা: চন্দন কান্তি দাশ,মহিলা বিষয়ক সম্পাদক হেলেনাজ তাহেরা,প্রচার সম্পাদক জাহাঙ্গির আলম সামশ,সহ প্রচার সম্পাদক মহিউদ্দিন মাহী,শক্ষা বিষয়ক সম্পাদক মা উন টিন,নির্বাহী সদস্য রজমান আলী,জাফর আলম দিদার,শামসুল আলম কেলু,নাজিম উদ্দিন,বুলবুল এ জান্নাত,আজিম সওদাগর,হাসানুর রশীদ,খালেদ শহীদ,শফিউল্লাহ শফি,সুভল চন্দ্র দে খোরশেদ আলম,এহেসান আক্তার পায়েল, গোলাম আরিফ লিটন, তাসলিমা আকতার প্রমুখ। এ সময় রামু উপজেলা সুজন কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম,সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিম,চকরিয়া উপজেলা সুজন কমিটির সহ সভাপতি শাহানা বেগম উপস্থিত ছিলেন। উল্লেখ্য কক্সবাজার সকল উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকগণ পদাধিকার বলে সদস্য হিসাবে গণ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *