পেশাগত দায়িত্বপালন কালে নানা অনিয়মের অভিযোগে কক্সবাজারের রামু থানার তিনজন উপ-পরিদর্শকসহ (এসআই) চারজনকে একসঙ্গে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
তারা হলেন, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাওসার, মো. আল আমিন, মুহাম্মদ ইমরান উদ্দিন ও কনস্টেবল মো. মাহমুদ।
বদলির আদেশ মতে, এসআই আবুল কাওসারকে পেকুয়া থানা, মুহাম্মদ ইমরান উদ্দিনকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি, মো. আল আমিনকে কুতুবদিয়া ও কনস্টেবল মো. মাহমুদকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশটি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ৯ জনকে অনুলিপি পাঠানো হয়েছে।
একসঙ্গে চার সহকর্মীকে বদলির বিষয়ে জানতে রামু থানার ওসি আবু তাহের দেওয়ানের মুঠোফোনে যোগাযোগ করা হয়। একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে সব লিখে বক্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি কোনো উত্তর দেননি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক নিয়মতান্ত্রিক পন্থায় তারা বদলি হয়েছেন। অন্য অভিযোগের বিষয়গুলো জানা নেই। এ ধরণের অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।