সিরিজ শুরুর আগেই মিডিয়ার সামনে কথা বলেছিলেন তামিম ইকবালকে নিয়ে। ধারণা করা হচ্ছে, তারই কথার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে বসেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। আবার একদিন পর তাকে নিয়েই প্রধানমন্ত্রীর দফতরে গিয়েছিলেন তামিম। প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভাঙার ঘোষণা দেন বাংলাদেশ দলের এই ওপেনার।
এরই মধ্যে একটি জাতীয় দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ‘কেমন আছেন?’ এ প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘আর আছি! যা শুরু হয়েছে না, নাটক, আর ভালো লাগে না। অতিষ্ঠ হয়ে গেলাম।’
তার এই কথাতেই মনে হয়েছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তিনি আসলেই ভালো নেই। এবার তো সরাসরি মুখ ফুটে বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন, তার মন খারাপ।
আজ মিরপুর শেরে বাংলায় ভারতীয় নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে ১১ বছর পর কোনো আন্তর্জাতিক সিরিজ খেলতে নেমে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের এই পরাজয় গ্যালারিতে বসেই প্রত্যক্ষ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগের দিনই চট্টগ্রামে আফগানিস্তানের কাছে ১৪২ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সে সঙ্গে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে আফগানরা। একের পর এক পরাজয়েও মন খারাপ বিসিবি সভাপতির।
মিরপুরে মেয়েদের ম্যাচ দেখে স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় গণমাধ্যমকে বোর্ড প্রধান বলেছেন, ‘মন তো খারাপ হবেই। এটা সবারই হচ্ছে। সারা দেশের মানুষেরই মন খারাপ। তবে মেয়েদের খেলায় আমি একেবারে হতাশ নই।’
নারী ক্রিকেট দল বড় ব্যবধানে হারলেও হতাশ নন বিসিবি সভাপতি। আবার ছেলেদের ক্রিকেটেও টাইগাররা ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস তার। তিনি বলেন, ‘ছেলেদের পারফরম্যান্স ঠিক হবে, অবশ্যই ঠিক হবে।’
নারী ক্রিকেট দল নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ওরা (নারী ক্রিকেট দল) বলেছিল মিরপুরে আমাদের হোম অব ক্রিকেটে কোনও ম্যাচ খেলেনি। ওদের খুব শখ ছিল। আমি বলেছি ঠিক আছে, পরেরবারই হবে। ভারত নারী দল অনেক শক্তিশালী। তারপরও ভালো খেলেছে, ভালো খেলবে ইনশাআল্লাহ। আমরা তো ওই পরিমাণ সুযোগ-সুবিধা ওদের দিতে পারি না।’