কক্সবাজারের সুগন্ধা সৈকত থেকে পর্যটক নিখোঁজ

IMG 20230725 233819
print news

কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় মোঃ অনিক (৩২) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি নরসিংদী পৌর শহরের পূর্ব দত্ত পাড়া ৫ নং ওয়ার্ডের সাজ্জাদ হোসেন বাবুর ছেলে।

মঙ্গলবার বিকেল ৩ টার দিকে অনিকের অন্য বন্ধুরা সুগন্ধা সৈকতে গোসলে নামলে অনিক বালিয়াড়ির দোকান থেকে কেনাকাটা করেন।

অনিকের বন্ধুরা প্রায় এক ঘন্টা গোসলের পর অনিককে খোজাখুজি করে না পেয়ে তাকে কল দেয়। মুঠোফোনে বারবার চেষ্টা করেও ব্যার্থ হলে নিখোঁজ বলে টুরিস্ট পুলিশের কাছে সাধারণ ডায়রি করেন অনিকের বন্ধুরা। রাত ৯টায় তার সাথে আসা মো. রাশেদ ও ড্রাইভার বাদল ভূইঁয়া সাংবাদিকদের এই তথ্য জানান।

এই বিষয়ে টুরিষ্ট পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা জানান,
নিখোঁজের পর সাথে থাকা বন্ধুরা ডায়রি করলে তদন্ত চলছে। তথ্য প্রযুত্তির সাহায্যে নিখোঁজ অনিকের অবস্থান খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা।

গত রবিবার অনিক ও তার অপর পাঁচ বন্ধু কক্সবাজার বেড়াতে এসে হোটেল হোয়াইট প্যালেস উঠেন। তাদের চার জনের বাড়ি নরসিংদী পৌরসভায় আর অপর দুইজনের বাড়ি নরসিংদী সদরে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *