সাজেকে অপহৃত ঢাবি ছাত্রী উদ্ধার

865a0681a9b067a296a46081801a6aa4 64f892b4e8668
print news

রাঙামাটির সাজেকে বেড়াতে যাওয়ার পথে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ। বুধবার দুপুরে সাজেকের সিজকছড়ি থেকে দীপিতা চাকমা নামের ওই পর্যটককে অপহরণ করে দুর্বৃত্তরা।

সন্ধ্যায় রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানান, অপহৃত ছাত্রীকে সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম থেকে উদ্ধার করা হয়েছে।

দীপিতা চাকমা (২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একটি দলের সঙ্গে সাজেক বেড়াতে যাচ্ছিলেন। পথে সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী গাড়ির গতিরোধ করে দীপিতাকে তুলে নিয়ে যায়।

দীপিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি একই বিভাগের স্নাতকোত্তরে (মাস্টার্স) অধ্যয়নরত। দীপিতা খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা শীতেন্দ্র বিকাশ চাকমার মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *