মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মিঠা পানিরছড়া নামক এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেয়ায় তাকে খুন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠা পানিরছড়া এলাকায় মরদেহটি পাওয়া যায়।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় মরদেহের পাশ থেকে দুই জোড়া স্যান্ডেল ও একটি রক্তাক্ত ছোরা পাওয়া গেছে। মরদেহ থেকে একটু দূরে মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে সৈকতে একটি ইজিবাইক উল্টানো অবস্থায় দেখা গেছে।
ওসি জানান, নিহতের শরীরে, গলায় ও মাথার পেছনে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার আনুমানিক বয়স ৩০ বছর। পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পুলিশের ধারণা নিহত ব্যক্তি ইজিবাইকচালক হতে পারেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এ খুনের ঘটনা ঘটেছে। তারপরও ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। পরে পুলিশের সিআইডির বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হলে তারা তদন্ত কাজ অব্যাহত রেখেছে।
ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি ওসমান গনি।

Leave A Reply

Your email address will not be published.